Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ও বৃদ্ধদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৮:৩৩ পিএম

মুজিববর্ষ উপলক্ষে কাদিরপাড়া আওয়ামী যুবলীগের আয়োজনে অনুর্ধ্ব দশ ও ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুর্ধ্ব দশ ও ষাটোর্ধ্ব বয়সীদের মধ্যে ব্যাতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, কাদিরপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।
এ সময় শ্রীপুর উপজেলা যুবলীগের নেত্রীবৃন্দসহ স্থানীয় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে অমিমাংশিত থাকে। পরবর্তীতে টাইব্রেকারে অনুর্ধ্ব ১০ বয়সী শিশুরা বিজয়ী হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রীতি-ফুটবল-ম্যাচ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ