মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। মাঝারি আকারের এ শিলা বৃষ্টির কারণে এসব এলাকার সড়ক প্রায় পুরোপুরি সাদা হয়ে যায়। বুধবার দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি (এনসিএম) এক টুইট বার্তায় জানিয়েছে, রাস আল খাইমাহ, কদরা, আল মানাই ও শওকাহ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত আঘাত হানে। এসব এলাকার কয়েকটি স্থানে বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টিও হয়েছে। এর আগে, এনসিএম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প‚র্বাভাস দিয়েছিল। বিশেষত প‚র্ব ও উত্তর দিকের অঞ্চলে বৃষ্টিপাতের সাথে সাথে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল। আবহাওয়ার প‚র্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে প্রায় ৪১-৪৫ ডিগ্রি সেলসিয়াস, উপক‚লীয় এলাকায় ৩৬-৪০ ডিগ্রি এবং পাহাড়ি এলাকায় সেটা ৩১-৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে। খালিজ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।