Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

যুদ্ধবিমান বিধ্বস্ত
মাঝ আকাশে অপর একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর এক এফ-৩৫বি যুদ্ধবিমান। তবে মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং জানিয়েছে, পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমান বাহিনীর তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং জানিয়েছে, সংঘর্ষের পর কেসি-১৩০জে জ্বালানি বহনকারী ট্যাংকার বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
এবিসি নিউজ।


গাঁজা সেবন
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানিয়েছেন, তিনি বহু বছর আগে গাঁজা সেবন করেছিলেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এ বিষয়টি স্বীকার করেছেন। অক্টোবরের নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা প্রবল। তবে তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে। এবারের নির্বাচনে নিউ জিল্যান্ডবাসী আরও দুটি ইস্যুতে ভোট দেবেন। রয়টার্স।


ইনশাআল্লাহ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনপ‚র্ব বিতর্কে মঙ্গলবার অংশ নিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। দুই প্রার্থীই একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেছেন। বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্রেট প্রার্থী বাইডেন ট্রাম্পকে খোঁচা দিতে ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ করেছিলেন। তার এই উক্তি নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস।


ফিরিয়ে দিলেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করতে চাইলেও তাতে রাজি হয়নি ভ্যাটিকান। নগর কর্তৃপক্ষ বলছে, ধর্মগুরু পোপ ফ্রান্সিস নির্বাচনের আগে কোনও রাজনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন না। ক্যাথলিক গির্জা ও চীনের ব্যাপারে মাইক পম্পেওর মন্তব্যের পর ভ্যাটিকানের এই পদক্ষেপ ক‚ট নেতিক বিতর্কে আরেকটি মাত্রা যুক্ত করেছে। গত মাসের শুরুর দিকে এক নিবন্ধে মাইক পম্পেও বলেছিলেন, বিশপ নিয়োগে চীনের সঙ্গে চুক্তি নবায়ন করে ক্যাথলিক গির্জা ‘ নেতিক কর্তৃত্ব’ ঝুঁকিতে ফেলছে। বিবিসি।

 

বাজেট বিল পাস
মার্কিন সিনেটে বুধবার বাজেট বিল পাস হয়েছে। এর ফলে সরকারের আসন্ন অচলাবস্থা কাটানো সম্ভব হলো। স্বল্পকালীন এই বিলটিতে বরাদ্দও বাড়ানো হয়েছে। সিনেটে বিলটি ৮৪-১০ ভোটে পাস হয়। এর একসপ্তাহ আগে বিলটি প্রতিনিধি পরিষদে পাস হয়েছিল। এখন এটি চ‚ড়ান্ত অনুমোদনের জন্যে হোয়াইট হাউসে পাঠানো হবে। ১ অক্টোবর থেকে ২০২১ সালের নতুন অর্থ বছর শুরু। স্বল্পমেয়াদি এই বিলের মাধ্যমে সরকারের ফেডারেল এজেন্সিগুলো ১১ ডিসেম্বর পর্যন্ত তাদের বর্তমান অর্থয়ান কার্যক্রম চালিয়ে নিতে পারবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ