Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বলৎকারের অভিযোগ তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ২:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বলৎকারের অভিযোগ তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে উপজেলা যুবলীগ নেতা। এ ঘটনার পর আতংকে রয়েছে বাদী ও ভুক্তভোগীর পরিবার। জানা যায়, গত ২৫মে রাত সাড়ে ৮টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের সাগর মিয়া (১৬) ফুলতলি থেকে বাড়িতে উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল্লাহপুর এলাকায় তাকে আটকিয়ে জোরপূর্বক বলৎকার করে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার মিয়া, একই উপজেলার সাতগাঁও গ্রামের ইয়াছিন মিয়া ও লোকমান মিয়া। সাগর মিয়ার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাটি গ্রামের প্রভাবশালী মাতব্বরদের অবহিত করলেও করোনার অজুহাতে টালবাহানা শুরু করে। পরে বিজয়নগর থানায় অভিযোগ দিতে গেলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয় থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা সালমান তারেক বাদী হয়ে ৯সেপ্টেম্বর ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক শাহ আলম ২৩ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা আহমদ এর আদালতে ভুক্তভোগী সাগর মিয়ার জবানবন্দি রেকর্ড করে। তদন্তকারী কর্মকর্তা শাহ আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেডিকেল রিপোর্ট এর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এদিকে, অভিযোগ প্রত্যাহার করার জন্য বাদী সালমান তারেক ও ভুক্তভোগীর পিতা ইকবাল মিয়াকে বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসামীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ