বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিশুকে টিকা দিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। আর এ ঘটনায় সাত নারী ছিনতাইকারীকে পাকড়াও করলো পুলিশ। গতকাল দুপুরে নগরীর আন্দরকিল্লা এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতার সাতজন হলেন- রহিমা বেগম, ববিতা বেগম, পাপিয়া সুলতানা, সাথি আক্তার শান্তা ও রুমা আক্তার।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খাতিজা আক্তার নামে এক নারী তার শিশু সন্তানকে টিকা দিয়ে জেনারেল হাসপাতালে ফেরার পথে ওই সাত নারী তাকে ঘেরাও করে ধরে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে টহল পুলিশ এগিয়ে গিয়ে ওই সাতজনকে পাকড়াও করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। ওসি জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। নগরীর ব্যস্ততম মোড়ে এবং যাত্রীবাহী বাসে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ছিনতাই করে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।