Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেসটিনির দুই কর্তার জামিন স্থগিতই থাকছে

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন স্থগিতের মেয়াদ বাড়িয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনে বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিতে দুদকের আবেদনের শুনানি আগামী ১৮ অগাস্ট পর্যন্ত মুলতবি করেন আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আদালতে দুই কর্তার পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুদক নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে এখন নোটিশের ভিত্তিতে কার্যক্রম চলতে আইনগত বাধা নেই। ১৮ অগাস্ট বিষয়টি আবার আসবে। এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। মামলায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। পরবর্তীতে নিম্নআদালতে তাদের জামিন নামঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ২০ জুলাই হাইকোর্ট নিম্নআদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে দুইজনের জামিন মঞ্জুর করে। এই আদেশ স্থগিত চেয়ে দুদকের আবেদনের প্রেক্ষিতে ৩১ জুলাই আপিল বিভাগ ১১ অগাস্ট পর্যন্ত জামিন স্থগিত করে দেয়। গতকাল এ বিষয়ে শুনানির শেষে আদালত এ আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেসটিনির দুই কর্তার জামিন স্থগিতই থাকছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ