Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

ফিজিওথেরাপিষ্টদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু)। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করে। কিছু দূর যাওয়ার পর বাংলাদেশ পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বাপসুর ৩ সদস্যের প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি জমা দেয়।

উল্লেখ্য, বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ৭ দফা দাবি জানায়। যে দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে সেগুলো হলো- ১. দ্রুত বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি ভবন নির্মাণ ও বাস্তবায়ন করতে হবে। ভবন নির্মান সম্পন্ন না হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। ২. সরকারী প্রতিষ্ঠানের ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের জন্য মাসিক ইন্টার্ন ভাতা প্রদান করিতে হবে। ৩. অবিলম্বে সরকারী হাসপাতালে ফিজিওথেরাপিস্টদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। ৪. ফিজিওথেরাপিতে ভর্তি পরীক্ষা দেয়ার ন্যূনতম জিপিএ (এসএসসি+এইচএসসি) ০৯.০০ নির্ধারণ করতে হবে। ৫. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক থাকা বাধ্যতামূলক করতে হবে। ৬. সব জেলা-উপজেলা পর্যায়ে স্বতন্ত্র ফিজিওথেরাপি বিভাগ ও জনবল নিয়োগ দিতে হবে। ৭. বাংলাদেশে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জন্য সরকারী পর্যায়ে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মারকলিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ