Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগিতা জোরদারে এশিয়া সফরে পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মূলত, চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনাই তার এ সফরের ম‚ল লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ কথা জানিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ইউশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবেলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাবেন। আগামী ৭ অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে ২০১৬ সালের পর তিনিই প্রথম মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সফর করছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ