Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

গ্রেফতার চলছেই
ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জুন মাসে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করে বেইজিং। কঠোর এই আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন হংকংবাসী। এ আইন ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত অঞ্চলটির অন্তত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হংকংয়ের মংকক এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়ো
ছোড়ে। অজ্ঞাতনামা নেতাদের অনলাইন ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। প্রায় ৫০ হাজার মানুষ রাজপথে বিক্ষোভে নামেন। এসময় তারা চিৎকার করে স্লোগান দেন, ‘হংকং স্বাধীন করো’, ‘আমাদের সময় বিপ্লবের’। এএনআই।


নতুন ভিসা নীতি
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান মঙ্গলবার আফগানিস্তানের জন্য একটি নতুন ভিসা নীতি চালু করেছে যাতে দুই দেশের মধ্যে ব্যবসা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহজ হয়। কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ভ্রমণ নথিতে আফগান নাগরিকদের জন্য একাধিক ভিজিট ভিসা
অর্জন করা সহজ হবে, যার মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবসার সঙ্গে বিনিয়োগ এবং ছাত্র ভিসা রয়েছে। এখন পর্যন্ত, ইসলামাবাদ আফগান পর্যটকদের জন্য মাত্র একবার এন্ট্রি ভিসা ইস্যু করে আসছিল। আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ দ‚ত মোহাম্মদ সাদিক এক টুইটে উল্লেখ করেছেন যে আফগান রোগীদের জন্য সীমান্তের ভিসা পাওয়ার জন্য একটি নতুন স্বাস্থ্য ভিসা প্রণয়ন করা হয়েছে। ভিওএ।


তদন্ত করবে
ইনকিলাব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে তাদের ইবোলা ত্রাণ কর্মীদের দ্বারা নিপীড়িত কঙ্গোর ব্যক্তিদের বিরুদ্ধে যৌন শোষণ এবং নির্যাতনের অভিযোগের তদন্ত করবে। নিউ হিউম্যানিটারিয়ান এবং থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক বছরব্যাপী তদন্তে ৫১ জন নারীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ২০১৮ থেকে ২০২০ সালের ইবোলা সংকটের বেশ কয়েকটি উদাহরণ বর্ণনা করেছে- বিশেষ করে যে সব পুরুষ সে সময় নিজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী বলে দাবি করেছে। এই তদন্তে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), মেডেকিন্স সান্স ফ্রন্টিয়ার্স, অক্সফাম, ওয়ার্ল্ড ভিশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইওএম, চিকিৎসা দাতব্য সংস্থা আলিমা এবং কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের অপব্যবহার চিহ্নিত
করা হয়েছে। ভিওএ।


কারাদন্ডের মুখে
ইনকিলাব ডেস্ক : একটি হোটেলের সেবা নিয়ে নেতিবাচক মন্তব্য পোস্ট করায় থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের দুই বছরের কারাদন্ড হতে পারে। দেশটির কঠোর মানহানি আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষ এই মামলা করেছিল। ওয়েসলি বার্নস নামের ওই ব্যক্তি থাইল্যান্ডে কাজ করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্য সি ভিউ রিসোর্ট নামের হোটেলটির বিরুদ্ধে নেতিবাচক পর্যালোচনা পোস্ট করেন। ওই অবকাশযাপন কেন্দ্রটির বিরুদ্ধে তার অভিযোগ এটি ‘আধুনিক দাস’ ব্যবসা করছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, হোটেলে আগে যেসব অতিথি ছিলেন তাদের ভাষ্য অনুযায়ী ওয়েসলির বক্তব্য অসত্য। এসব নেতিবাচক মন্তব্যের কারণে হোটেলের সুনামক্ষুন্ন হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ