বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন অন্তর্ভুক্তির জন্য আবেদন করা বীর মুক্তিযোদ্ধাগণের যাচাই- বাছাইয়ের গণশুনানী উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল হতে দুপুর ২টা পর্যন্তু উপজেলা পরিষদ হলরুমে এই শুনানী অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় ও লাল তালিকা তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রবীণ শিক্ষক, সাংবাদিক, স্ংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি রয়েছে।
উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ঝোটন চন্দ ছাড়াও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ৭১‘র যুদ্ধকালীন কমান্ডার (গোহাইলবাড়ী ক্যাম্প) আলাউদ্দিন আহমেদ, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান, কে এম জহুরুল হক এসময় উপস্থিত ছিলেন।
বোয়ালমারীর নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, উপজেলার মোট ৬৭ জন ' ক' তালিকাভূক্ত মুক্তিযোদ্ধার পুন: যাচাই- বাছাইয়ে অধিকতর স্বচ্ছতার জন্য উন্মুক্ত পরিবেশে শুনানীর ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।