প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বুধিয়া সিং এক বিস্ময় বালকের নাম। মাত্র পাঁচ বছর বয়সে সে ৪৮টি ম্যারাথনে অংশ নিয়ে সারা দুনিয়াকে অবাক করে দিয়েছে। মাত্র চার বছর বয়সে ভ‚বনেশ্বর থেকে পুরি পর্যন্ত ৬৫ কিলোমিটার দূরত্ব সে দৌড়ে পার করেছে ৭ ঘণ্টা ২ মিনিটে। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম তার। মা তাকে মাত্র ৮০০ রুপিতে এক দালালের কাছে বিক্রি করে দেয়। হাত বদল হয়ে সে আসে বিরাঞ্চি দাশ (মনোজ বাজপেয়ি) নামে এক স্থানীয় জুডো কোচের হাতে। বিরাঞ্চির বিশ্বাস ওড়িশার এই ছেলেটি একদিন ভারতের ম্যারাথন চ্যাম্পিয়ন হবে। তার আশা একদিন এই ছেলেটি সবচেয়ে কম বয়সে অলিম্পিকে ম্যারাথন জিতে রেকর্ড সৃষ্টি করবে। সে বুধিয়ার (ময়ূর মহেন্দ্র পাটোলে) প্রশিক্ষণ শুরু করে দেয়। কঠোর সে প্রশিক্ষণ। বুধিয়া যেমন সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তেমনি শিশুকে দিয়ে কঠিন পরিশ্রম করানো ব্যাপক সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা আর সমালোচনার কারণে শেষপর্যন্ত প্রশাসনের নজরে আসে বিষয়টি। শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখা, তাকে প্রোটিন পানীয় দেয়ার মতো প্রশ্ন বড় হয়ে ওঠে। তদন্ত ও পর্যালোচনার পর শিশুটিকে দূরপাল্লার দূরত্বের দৌড় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। বুধিয়ার দূর যাত্রায় যেন এক বিশাল ছেদ পড়ে। প্রতিযোগিতায় তার অংশগ্রহণের পক্ষে এক দল, অন্য দল তার বিরুদ্ধে। শেষপর্যন্ত শিশুটির অসীম সম্ভাবনা কি অঙ্কুরে বিনষ্ট হবে? বিরাঞ্চির সে প্রত্যাশা ছিল তা কি পূরণ হবে না?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।