Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ঙ্কর মাকড়সার কামড়ে হতে পারে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

 

ফানেল ওয়েব নামের এই মাকড়সা অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এ প্রজাতির মাকড়সা। এর কামড়ে মানুষের শরীরে প্রচÐ যন্ত্রণা, শ্বাসকষ্ট, স্মৃতিশক্তি লোপ, খিঁচুনির পাশাপাশি বিপজ্জনকভাবে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। চিকিৎসকের শরণাপন্ন না হলে কামড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে ফানেল ওয়েবের ভয়ঙ্কর বিষে মারা যেতে পারেন মানুষ। গবেষকরা ফানেল ওয়েবের বিষাক্ত প্রভাব দীর্ঘদেনের বিবর্তনের কারণে ঘটছে বলে ধারণা করতেন। সাধারণত শিকারকে মেরে ফেলার জন্য এই বিষ ফানেল ওয়েব মাকড়সা ধারণ করে। কুকুর, বিড়াল, ইঁদুর, খরগোশ ও ক্ষুদে শূকরের দেহে এই বিষ তেমন কোনও প্রভাব ফেলতে পারে না। তবে মানুষ এবং অন্যান্য শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী মাকড়সাটির বিষের কাছে হার মানতে বাধ্য হয়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ