Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরেগনে কথিত জিম্মি পরিস্থিতিতে গোলাগুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের সালেম শহরের একটি বাড়িতে কথিত জিম্মি পরিস্থিতিতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় সেখানে ‘আরও কয়েকজন নিহত’ হলেও তাদের কোনো কর্মকর্তা আহত হননি বলে জানিয়েছে পুলিশ। ম্যারিওন কাউন্টি শেরিফ দপ্তরের সার্জেন্ট জেরেমি ল্যান্ডার্স জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শেরিফ দপ্তরের ডেপুটিরা সালেমের দক্ষিণ-পূর্বাংশের এক বাসিন্দার ডাকে সাড়া দিতে যায় এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত মধ্যস্থতাকারী সন্দেহভাজনের সাথে ফোনে কথা বলেন। “ঘটনা উদ্ঘাটিত হওয়ার সাথে সাথেই গুলি করা হয়। শেষ পর্যন্ত এ ঘটনায় ওই সন্দেহভাজনসহ বেশ কয়েকজন নিহত হয়,” এক বিবৃতিতে বলেছে ওই শেরিফ দপ্তর। অরেগন রাজ্য পুলিশ গোলাগুলির ঘটনাটি তদন্ত করে দেখছে এবং তদন্ত চলাকালে এর সাথে জড়িত ডেপুটিদের বাধ্যতাম‚লক ছুটিতে পাঠানো হবে বলে শেরিফ দপ্তর জানিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ