Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার দোকানে মাস্ক পরার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

নতুন করে করোনা সংক্রমণ ভাবিয়ে তুলেছে নেদারল্যান্ড সরকারকে। পরিস্থিতিকে মারাত্মক আখ্যায়িত করে প্রথমবারের মতো দোকানে মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং। এতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে নেদারল্যান্ডে। এক কোটি ৭০ লাখ মানুষের এই দেশে এ সপ্তাহে প্রতিদিন সেখানে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ফলে সরকারকে বিষয়টি ভাবিয়ে তুলেছে। তাই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এটা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। স্থায়ী হবে কমপক্ষে তিন সপ্তাহ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তার চেয়ে বেশি অগ্রসর হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী মার্ক রুট টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের তিনটি বৃহৎ শহর আমস্টার্ডাম, রটারড্যাম ও হেগ-এর অবস্থা গুরুত্বর। সেখানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। অত্যাবশ্যক ছাড়া ওই তিনটি শহরে সফর মঙ্গলবার থেকে বন্ধ রাখতে জনসাধারণের প্রতি আহŸান জানানো হয়েছে। রাত ১০ টার মধ্যে রেস্তোরাঁ ও বার বন্ধ করে দিতে হবে। একই রকম ব্যবস্থা নিয়েছে বৃটেন, স্পেন ও ফ্রান্স। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ