Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প তার খামখেয়ালিপনার মাশুল দেখবেন নির্বাচনের ফলাফলে : বিল গেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৪ পিএম

মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ডোনাল্ড ট্রাম্প তার খামখেয়ালির মাশুল দেখবেন নির্বাচনের ফলাফলে বলে আমি মনে করি। এ কথা তিনি গতকাল একথা বলেন। এর আগে দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মহামারীর জন্য ট্রাম্পের সমালোচনা করেছিলেন। বিল গেটস বলেন, ট্রাম্পের মধ্যে একধরণের ভাঁড়ামি আছে যেটি সত্যি দেশের জন্য উদ্বেগের। -পলিটিকো
ইডি ইয়ংয়ের কাছে তিনি বলেন, ট্রাম্পের কাছ থেকে মহামারীর সময় এমন আচরণ কেউই পছন্দ করেননি। মাথাপিছু হিসাবে যুক্তরাষ্ট্রের পিসিআর মেশিন অন্যদের চেয়ে বেশি ছিল। আমরা দামি মেডিকেল অবকাঠামো দ্বারা আশীর্বাদপুষ্ট ছিলাম। এবং আমাদের সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) এবং বিএআরডিএ (দ্য বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি) আছে। ফলে যুক্তরাষ্ট্রের অন্য দেশের চেয়ে আগে প্রস্তুত হওয়ার জন্য অনেক কিছু ছিল। বিল গেটস বলেন,যুক্তরাষ্ট্রে বলতে গেলে কালো এবং হিস্পানি সম্প্রদায়ের মানুষরা উচ্চতর অগ্রাধিকার পান নাই। এটাও মৃত্যুর পরিসংখ্যান বাড়িয়েছে। আসন্ন নির্বাচনে অবশ্যই এসবের প্রভাব পড়বে। যদি যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখনও বুঝতে পারেন যে, ট্রাম্প দেশের জন্য ক্ষতিকর, তাহলে সেটা হবে দেশের জন্য কল্যাণকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ