Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপিয়া কারাগারের গেটেই মায়ের লাশ দেখলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:২১ পিএম

এক সময়ের আলোচিত যুব মহিলা লীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদিকা শামীমা নূর পাপিয়া তার মায়ের লাশ দেখার জন্য মুক্তি পাননি। কারাগারের গেটেই তাকে দেখানো হলো শেষবারের মতো মায়ের লাশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত এই নেত্রী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। পাপিয়াকে দেখাতে তার মায়ের লাশ সোমবার রাতে কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের লাশ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের লাশ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় লাশ কারাগারের গেটে রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ