বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে পুলিশের বাঁধায় মিছিল করতে পারেনি মহানগর ছাত্রদল। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে উপজাতি নারীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে ছাত্রদল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। মহানগর ছাত্রদলের সহ সভাপতি তরিকুল ইসলাম তরিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, বিএম কলেজ ছাত্রদল নেতা ইলিয়াস তালুকদার, বাবর খালিদ প্রমূখ। সমাবেশ শেষে ছাত্রদল নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের কয়েক দফায় ধাক্কাধাক্কি হয়। মহানগর ছাত্রদলের আগে জেলা ছাত্রদল একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।