রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আরিচা সংবাদদাতা
মানিকগঞ্জ ঘিওর উপজেলার কেল্লাই মনছুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করা হয়েছে। অবগতি ও কার্যার্থে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মানিকগঞ্জ জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, ঘিওর ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। অভিযোগে প্রকাশ, ’৭৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সম্প্রতি শূন্য হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি-এসএমসি গত ২০ নভেম্বর ২০১৪ তারিখের সভায় বিধিবহির্ভূতভাবে জুনিয়র শিক্ষক নরেশ চন্দ্র বিশ্বাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিযুক্ত করে। উক্ত নরেশ বিশ্বাসকে সদস্য সচিব করে অন্যান্য পদে নিয়োগ দেয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ নিয়ে সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন অভিযোগ করলেও তা আমলে নেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। গত ২ মে ২০১৬ তারিখে এসএমসির সভার সিদ্ধান্তে নাজিম উদ্দিনকে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দায়িত্ব অর্পণ করা হয়। বিষয়টি নিয়ে সচেতন অভিভাবক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এ নিয়ে প্রধান শিক্ষক মো: ইসকান্দার মির্জার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।