বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোর্সের নাম মো. আলমগীর হোসেন। গতকাল সকালে কালিন্দী ইউনিয়নের ভাগনা মাদরাসা গলি থেকে নিহতের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলমগীর র্যাবের একজন সোর্স ছিল। সোর্সের কাজ করার পাশাপাশ সে অটোরিকশা চালাতো। গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা ভাগনা মাদরাসা গলির মধ্যে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায়।
তার বাবার নাম মোস্তফা ব্যাপারী। বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর গ্রামে। সে শুভাঢ্যা উত্তরপাড়া সাত্তার খলিফার বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকত।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের ব্যবস্থা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।