Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অচিরেই শেষ হচ্ছে ‘কসৌটি জিন্দেগি কে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ এএম

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কে ২’ শেষ হতে আর বেশি দিন নেই। একতা কাপুরে এই সিরিজটি ভারতীয় টিভির সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের একটি প্রেরণা শর্মার ভূমিকায় এরিকা ফার্নান্দেজ আর অনুরাগ বসুর ভূমিকায় পার্থ সামথানকে নিয়ে এই প্রেমকথা ভিত্তিক সিরিয়ালটির যাত্রা শুরু হয়েছিল ২০১৮’র ২৫ সেপ্টেম্বর। পরিকল্পনা অনুযায়ী ৩ অক্টোবর সিরিয়ালের শেষ পর্বটি প্রচারিত হবে। এর প্রথম সিজন ২০০১ থেকে শুরু হয়ে ১৪২৩ পর্ব পর্যন্ত প্রচার হয়। নির্মাতারা অনুরাগ-প্রেরণাকে ঘরে বড় একটি চমক রাখবে সিরিয়ালের শেষ দিকে। ক্লাইমেক্স আনন্দান্তক হবে বলে নির্মাতারা নিশ্চিত করেছে। আমনা শরিফ রূপায়িত খল নায়িকা কমলিকার মৃত্যু হবে আর আসল সত্য জানার পর অনুরাগ ও প্রেরণার মিলন হবে। দীর্ঘদিন আলাদা থাকার পর এই মিলন অনুপ্রে’র ভক্তদের নিশ্চিত সন্তুষ্ট করবে। বিদায়ী বার্তায় পার্থ সামথান বলেছেন : “আমাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে ‘কসৌটি জিন্দেগি কে’। একতা কাপুর, স্টার প্লাস আর নির্মাণের অতুলনীয় মানুষরা আমাকে জীবন আর পেশার অসাধারণ শিক্ষা দিয়েছে। দু’বছর আগে আমাকে এই সুযোগ দেবার জন্য ধন্যবাদ।আপনাদের ছাড়া আমি এই অবস্থানে আসতে পারতাম না। এমন সুন্দর, ঐতিহাসিক, আর অসাধারণ কিছুর অংশ হতে পারা এক বিরল সুযোগ। শেষে ভক্তদের ভালবাসার জন্য ধন্যবাদ।তারা অনুরাগকে ভালবেসে আর শোকে সমর্থন করেছেন শেষ পর্যন্ত। সবকিছু খুব মিস করব।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কসৌটি-জিন্দেগি-কে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ