নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠকন্যা শেখ হাসিনা। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই কেক কেটে এবং দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সারাদেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটিতে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছে জানাতে ভুলেননি বাংলাদেশের ক্রীড়াবিদরা। যার যার অবস্থানে থেকে তারা নানাভাবে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে। এরমধ্যে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন নারী ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক দলের মেয়েরা বেশ কয়েকবার গণভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দক্ষিণ এশিয়ার কয়েকটি টুর্নামেন্টে সাফল্য পাওয়ার পর নারী ফুটবলারদের গণভবনে ডেকে সংবর্ধনা ও লাখ লাখ টাকা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের সময় মারিয়া মান্ডা, সানজিদা আক্তার, তহুরা খাতুনরা প্রধানমন্ত্রীকে ম্যাডাম বলে ডাকলে তখন শেখ হাসিনা সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তোমরা আমার নাতনীর মতো। তাই সবাই আমাকে দাদি বা নানী বলবা।’
এরপর থেকে যখনই নারী ফুটবলাররা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন, তখন কেউ তাকে দাদি, কেউ-বা নানী বলে ডেকেছেন। এ ধারাবাহিকতায় কাল প্রধানমন্ত্রীর জন্মদিনে নারী ফুটবলারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ওয়ালে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন নানু’, আবার কেউ লিখেছেন ‘শুভ জন্মদিন দাদি।’
প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের দুটি ছবি দিয়ে সানজিদা লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ নানী, হ্যাভ এ লাভলি বার্থডে।’ তার পোস্টে কমেন্টস বক্সে মারিয়া মান্ডা লিখেছেন, ‘হ্যাপি বার্থডে দাদি।’ সানজিদার পোস্টের নিচে আরও অনেক নারী ফুটবলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তহুরা প্রধামন্ত্রীর সঙ্গে তার চারটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ নানু।’ শামসুন্নাহার প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ।’
জুনিয়র শামসুন্নাহার প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাঙালির আশার বাতিঘর, মমতামীয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ নারী ফুটবলারদের অনেকে আবার নিজের ফেসবুক প্রোফাইল ও কভার ছবিতে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।