বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে দুটি মাছ ধরা নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার বিকালে গহীন সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগরের সোনা খালী গামের আকবার আলীর ছেলে আনছার আলী (৪০) ও আকরাম গাজী (৪৫), বংশীপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর (৩৬) ও আফসার আলীর ছেলে জামাল হোসেন (৩০)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের র্কমর্কতা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পাঁচ জেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬(১) ও ২৬(১ধ)(ভ) ধারায় মামলায় দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।