বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অ্যাম্বুলেন্স, ছোট যানবাহনকে দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের সারি। শিমুলিয়া ঘাটে দীর্ঘ সময় আটকে থেকে পাটুরিয়া ঘাটে এসেও নাকাল ট্রাকের শ্রমিকরা। আর গণপরিবহণের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন
জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়া ঘাট এলাকায় থেকে মহাসড়কের ৩ কি. মি. এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শিমুলিয়া-কাঠাঁলবাড়ি হঠাৎ বন্ধ হওয়ায় রাতের দিকে অতিরিক্ত যানবাহন আসায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি আবার রোববার দুপুর থেকে বন্ধ হওয়ায় অতিরিক্ত যানবাহন পাটুরিয়া ঘাটে আসায় মধ্যরাত থেকে যানবাহনের জট বৃদ্ধি পেতে থাকে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট থেকে মহাসড়কের ৩ কি. মি. এলাকাজুড়ে যানবাহনের সারি রয়েছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার সবগুলো ঘাট সচল রয়েছে। এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরির সবগুলোই চলাচল করছে। যানজট নিরসন করে যানবাহনকে সারি করে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।