Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৮ এএম | আপডেট : ১০:৩৫ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২০

আধুনিক পৃথিবীতে একটি মহামারিতে এত মৃত্যুবরণ করবে কেউ ধারণাও করতে পারেনি। গত বছরের শেষ দিকে চীনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বে মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ ছাড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় বৈশ্বিক মৃত্যু দাঁড়িয়েছে ১০ লাখ ২ হাজার ৩৮৯ জনে।

এখন পর্যন্ত বিশ্বে সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার।

করোনায় সংক্রমণ এবং মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৭৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষের।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ৬০ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৫শ’র বেশি।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৪৭ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।

এদিকে শীত মৌসুম আসতেই উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ