পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মোস্তফা মহসিন মিন্টু, অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী গণফোরাম থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, গণফোরামের নাম করে সভা করেছে তারা কার্যত গণফোরামের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণফোরামের কতিপয় সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবম‚র্তিক্ষুন্ন করতে সচেষ্ট হয়েছেন।
সাবেক অর্থমন্ত্রীর পুত্র রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের প্রতিটি বড় রাজনৈতিক দলের দলীয় শৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। অতীতে যারা ক্রমাগত গণফোরামের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে দল তাদের ক্ষমা করে দেবে সে আশা করা উচিত নয়।
উল্লেখ গত ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে কার্য নির্বাহী কমিটির সভা করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে অপারগতার অভিযোগ তুললেও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে বহিষ্কার ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।