Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ানের টেলিছবি চিরকাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবির এই প্রজন্মের দুই টিভি তারকা। একই প্রজন্মের নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ক্যামেরার পেছনে থেকেও যিনি পেয়েছেন তারকা খ্যাতি। এবার তারা তিন জন প্রথম একসঙ্গে কাজ করেছেন। তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ান নির্মাণ করেছেন টেলিছবি চিরকাল। সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই বিশেষ ছবির শুটিং শেষ হয়েছে।আরিয়ান জানান, তৌসিফ-সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুল আলম সাচ্চু, স্বর্ণলতা প্রমুখ। আরিয়ান বলেন, এটা একটা ভালোবাসার গল্প। ভালোবাসা এক একটা স্তরে কেমন রূপ নেয়, সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, তৌসিফ ও সাফার মধ্যে অভিনয় করার চেষ্টা ছিলো। তবে তারা কতটুকু ভাল করেছে তা নির্ভর করছে দর্শক প্রতিক্রিয়ার ওপর। এমনিতে তারা দুজনই শিল্পী হিসেবে আমার বেশ পছন্দের। চিরকাল প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই টেলিছবিটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিছবি-চিরকাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ