Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানিয়ে ওয়েস্টকে তালাক দেবেন কিম কার্ডাশিয়ান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সাম্প্রতিক পরিবর্তিত অবস্থাকে কেন্দ্র করে মার্কিন রিয়েলিটি স্টার কিম কার্ডাশিয়ান র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্টকে তালাক দিতে পারেন। দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কানিয়ের বাইপোলার ডিজঅর্ডার এবং গর্ভপাত বিরোধী অবস্থানের কারণে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই সূত্র বলেছে, “কিম এরই মধ্যে বিবাহবিচ্ছেদের পরিকল্পনা সম্পন্ন করেছে। কিন্তু সে অপেক্ষায় আছে কানিয়ে এই অবস্থা কোনও ভাবে কাটাতে পারে কীনা দেখতে।” গত কয়েকমাস ধরে কানিয়ে তার একান্ত জীবন নিয়ে খুব অকপট ছিলেন। তিনি এক র‌্যালিতে বলেছিলেন, তিনি আর কিম তাদের বড় সন্তান নর্থ ওয়েস্টকে প্রায় গর্ভপাত করিয়েই ফেলেছিলেন। “আমি আমার মেয়েকে প্রায় মেরেই ফেলেছিলাম। কোনও বিকল্প নয়, মূলই সত্য, ” কানিয়ে বলেন, কিছুদিন পরই কিম তার স্বামীর মানসিক সমস্যায় তার পক্ষ নিয়েছিলেন। আরেক সূত্র জানিয়েছে মন্দ দেখাবে বলে কিম কানিয়েকে তালাক দেবেন এমন নয়। গত সেপ্টেম্বরে কানিয়ে আরেকবার বলেন, তিনি তাদর সন্তানকে হত্যা করা নিয়ে এখনও কাঁদেন, একে তিনি তার বড় সাফল্য বলে মনে করেন। গত সপ্তাহে তিনি আরেকবার তার কন্যাকে হত্যা করার চেষ্টার ব্যাপারে টুইট করেছেন। কিম বা কানিয়ের মুখপাত্রকে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম-কার্ডাশিয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ