নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে ১ সেপ্টেম্বর। তবে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। রোববার এক প্রজ্ঞাপনের (নং-এনএসসি/১২০/১৪/জেন/৭৯৮) মাধ্যমে ২৭ সদস্যের এই কমিটির অনুমোদন দেন এনএসসি সচিব মাসুদ করিম। আগের কমিটির সভাপতি ড. আবদুল মালেককে স্বপদে রেখেই নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে কবিরুল ইসলাম শিকদারকে। সহ-সভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, কে এম শহিদ উল্যা, আলমীগর হোসেন ও ডিএস ফয়সাল হায়দারকে। দুই যুগ্ম সম্পাদক যথাক্রমে জিয়াউল হক জুয়েল ও হাফিজুর রহমান মিলন। আর কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মনোয়ারুল আলম বাবুল। বাকি ১৮ জন সদস্য। দীর্ঘ দিন পর ব্যাডমিন্টনের কোন কমিটিতে নেই গোলাম আজিজ জিলানী। বাদ পড়েছেন বিতর্কিত সংগঠক জাহিদুল হক কচি। সর্বশেষ নির্বাচিত কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক জাতীয় দলের শাটলার কবিরুল ইসলাম শিকদার। এর আগেও দু’বার ফেডােেরশনের সদস্য ছিলেন তিনি। নিজ ক্যারিয়ারে কুমিল্লা জেলা ব্যাডমিন্টনের পুরুষ এককে ১৮ বার চ্যাম্পিয়ন ছিলেন কবির। এছাড়া ১৯৮৫-২০০২ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের শাটলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।