Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:০২ পিএম

সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রোববার এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটির সদস্যরা হলেন- এনএসসির পরিচারক (অর্থ) তৌহিদুর রহমান, উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার এবং আইন কর্মকর্তা এসএম কবিরুল হাসান। খুব শিগগিরই এই কমিটি তাদের কাজ শুরু করবে বলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, ‘বাফুফের নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সে জন্য আমরা গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করেছি। আশা করছি এই টিমটি দু’দিনের মধ্যেই কার্যকর হবে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সার্বক্ষনিক কাজ করবে এই টিম। আপাতত তিন সদস্যের টিম হলেও এর সদস্য সংখ্যা বাড়তে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ