Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের প্রধানমন্ত্রী হতে পারেন জাসিন্ডা আর্ডার্ন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫০ পিএম

আগামী মাসে নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জাসিন্ডা আর্ডার্ন ফের বিজয়ী হতে যাচ্ছেন। রোববার বহুল প্রচারিত একটি জনমত জরিপ থেকে এই তথ্য জানা গেছে।

জরিপ সংস্থা নিউজহাব-রেইড রিসার্চ পোল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে আর্ডার্নের লেবার পার্টি ৫০ দশমিক এক ভোট পেয়ে এগিয়ে আছে। যদিও চলতি বছরের শুরুতে দলটির সমর্থন ছিল ষাট দশমিক ৯ শতাংশ। সাম্প্রতিক কোভিড-১৯ মহামারীতে তার সমর্থনে কিছুটা ভাটা পড়েছে বলে ধারনা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সফলতার জন্য নিউজিল্যান্ড বিশ্বজুড়ে প্রশংসিত। তবে প্রধান বিরোধী দল দ্যা ন্যাশনাল পার্টির সমর্থন সাড়ে চার শতাংশ বেড়ে ২৯ দশমিক ৬ শতাংশ হয়েছে। যদি জরিপের এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়, তবে কোনো শরিকের সঙ্গে জোট না গড়েই সরকার গঠন করতে পারবেন আর্ডার্ন।

গত মাসে অকল্যান্ডে দ্বিতীয় দফায় ছড়িয়ে পড়ার আগে ১০২ দিনের জন্য নিউজিল্যান্ড করোনামুক্ত ছিল। নিউজিল্যান্ডের ইতিহাসে দেড়শ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ নেতা হিসেবে ২০১৭ সালে নির্বাচিত হন আর্ডার্ন। তখন প্রভাবশালী নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি তার সঙ্গে সরকার গঠনে সম্মত হলে দ্য ন্যাশনাল পার্টির একদশকের বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটে।

গত বছরে জুমার সময় দেশটির দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পর উদ্ভূত পরিস্থিতি তিনি যেভাবে সামলেছেন, তাতে বিশ্বজুড়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন। সংকটের সময় সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সবার প্রশংসা অর্জন করেছেন। সূত্র: রয়টার্স।



 

Show all comments
  • a aman ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪৭ পিএম says : 0
    welcome. Jesinda and Justin trudo , the most respected two young leader in the world. Angela Markel of Germany is the most respected leader of the world for decade congratulations to all these three. Emanuel macron came in power of Franec people thought he was another good one - but in reality macron acting like a second trump , jumping out of his country and getting involve in all probems in muslim world with bad sides, Saudi Karate kid MBBS is just about a shia-sunny war maker ! this kid is a biggest threat for muslims. Trump is a confused leader , possible too old and slight crazy , difficut to judge ... Modi- is a real uneducated president of this world , a tea seller and a real hindo fundamentalist.also a future war monger. Imran khan and Erdogan - Just about right , they feel the pressure being understanding others hypocrisy. Boris - Is good and nutral . Sisi- is a shadow of mubark and a tyrant su-kie- is a real culprit and a fake humanity talker , a low class lady 70 years walk like a fashion show prostitute . putin -is putin , might is right. he knows. Quatars amir- he is good and undersatnd problem. Kweit , Bahrain emirates , saudi -- nunck of camels ! no common sense , busy with imported weapons. absolute idiots Iran- yes they haent done anything wrong. Offcourse USA can through its arms to anytone lall over the world include separatist . but if iran does like that they are bad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ