Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় বখাটের যাবজ্জীবন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ২:২৩ পিএম

ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় পিয়াস মিয়া (২১) নামের এক বখাটের যাবজ্জীবন কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে নারী শিশু ট্রাইব্যুনাল আদালাত। আজ দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মো, আলমগীর কবীর এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় জেএসসির পরিক্ষার্থী সানজিদা আক্তার মিম (১৬) জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উচা বাজার কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে পুকুর হাটি মিয়া বাড়ির সামনে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা বখাটে পিয়াস মেয়েটিকে তার উড়না মুখে পেচিয়ে রাস্তার পাশের সোন ক্ষেতে নিয়ে যায়। পরে তাকে অস্ত্রর ভয় দেখিয়ে জোড় করে ধর্ষন করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরের দিন ২৪ সেপ্টেম্বর ধর্ষীতার মাতা সারমিন আক্তার কাজল ভাঙ্গা থানায় বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা যাবতীয় সাক্ষ প্রমানাদি শেষে সত্য বলে বিবেচিত হওয়ায় আদালতের বিজ্ঞ এ রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ