Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকির মুখে শেষ স্মৃতি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে জন্ম গ্রহণ করেন বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। স্বাধীনতা যুদ্ধে ৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে অন্যতম তিনি। কয়েক বছর ধরে মধুমতির গ্রাসে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার কয়েক হাজার পরিবারের বাড়ি, ফসলী জমি ইত্যাদি হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকে ভিক্ষা করে খায় এবং অন্যের বাড়িয়ে ঘর তুলে বসবাস করছে। 

এই ভাঙনের ছোবল থেকে রক্ষা পায়নি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের স্মৃতি জাদুঘর। চলাচলের রাস্তাটি যে কোন সময় চলে যেতে পারে নদীগর্ভে। অপরদিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দর ও গোপালপুর এবং মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ৫০ ভাগ মধুমতী নদী গর্ভে চলে গেছে।
এই বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, মধুমতী নদীর বাম তীরের ভাঙন হতে শহীদ বীরপশ্রষ্ঠ আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকার ও ড্রেজিং প্রকল্পের কাজ শুকনো মৌসুমে শুরু হবে। তিনি আরো জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৬৩ কোটি টাকা। প্রকল্পের কাজের মধ্যে রয়েছে ১৪ কিলোমিটার স্থায়ী রক্ষা বাধ, নদী ড্রেজিং, খনন কাজ ও তীরবর্তী রাস্তা নির্মাণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মৃতি-জাদুঘর

২৭ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ