মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইথিওপিয়ায় মিলিশিয়ার হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।দেশটির পশ্চিমাঞ্চলে শুক্রবার একজন অস্ত্রধারী কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে তারা নিহত হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী আবিয় আহমেদ সরকারের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইথিওপিয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি) এ তথ্য জানিয়েছে। -রয়টার্স
এ মাসের শুরুতে মেটাকাল অঞ্চলে একই ধরনের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়। ইএইচআরসির ডেনিয়েল বেকেল বলেন, বেনিশাংগাল-গুমুজ এলাকায় সাধারণ মানুষকে বার বার হামলার লক্ষ্য বস্তু বানাচ্ছে অস্ত্রধারীরা। কেন্দ্রীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হামলার নেপথ্যে কারা এবং কেন হামলা হচ্ছে তা বলেনি ইএইচআরসি। শুক্রবার বিকালে সেখানে অস্ত্রধারী নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তারা মিলিশিয়াদের হটিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত বছরের জুনে ওই এলাকায় উর্দিপরা অস্ত্রধারীরা ৫০ জনের বেশি বেসামরিক মানুষ হত্যা এবং ২৩ জনকে আহত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।