Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাছাইপর্বে জেসুসকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগেই একটি ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন গতপরশু এক বিবৃতিতে জানায়, আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচে জেসুসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে হের্টা বার্লিনের ফরোয়ার্ড মাথেউস কুনিয়াকে। আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চার দিন পর পেরুর মাঠে খেলবে ব্রাজিল।
প্রিমিয়ার লিগে গত সোমবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে সিটির ৩-১ গোলে জয়ের ম্যাচে চোট পান জেসুস। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। লিগে রোববার ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে ও আগামী ৩ অক্টোবর লিডস ইউনাইটেডের মাঠে খেলতে পারবেন না তিনি। এর মাঝে আগামী বুধবার লিগ কাপে বার্নলির বিপক্ষেও তাকে পাবে না সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ