Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিআইজেডের ৩ দিনের কর্মশালা সমাপ্ত

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন (জিআইজেড) এর এবিডিসি প্রকল্পের আওতায় জোনাল কো-অর্ডিনেশন মেকানিজম ক্লাস্টার সভা গতকাল শেষ হয়েছে। স্থানীয় একটি হোটেলে ৩ দিনব্যাপী সভার শেষ দিনে ২২ হতে ৩০নং ওয়ার্ডে বিভিন্ন স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ মোসা. তাহেরা বেগম মিলি, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, জিআইজেডের থিমেটিক লিডার ল্যান্ডি কিউ, জিআইজেডের টিম লিডার ইমরানুল হক।
স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য উপস্থাপন করেন ইউএইচএমআইএস সেলের বিপুল কুমার সরকার, ইপিআই সেলের মো. দুলাল হোসেন, ইতি রহমান, কোয়ালিটি ম্যানেজমেন্ট সেলের মো. আরিফুল হক ও মিজানুর রহমান ও এফপিএবির মোস্তাফিজুর রহমান। জিআইজেডের ট্রেনিং অ্যাডভাইজার শেখর ব্যানার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএসটিসির পিএম ডা. মনিরুজ্জামান, সিটি হাসপাতালের ডা. মো. সাইদুজ্জামান। সভায় অংশগ্রহণ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ব্র্যাক, পিএসটিসি, সিটি হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিআইজেডের ৩ দিনের কর্মশালা সমাপ্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ