রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে শাফিউল ইসলাম সীমান্ত (৯) ও আল মামুন শিমুল (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মমিনুল ইসলামের ছেলে সীমান্ত ও আমিনুল ইসলামের ছেলে শিমুল। তারা আপন চাচাতো-জেঠাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা সার্বক্ষণিক একসাথে থাকতো এবং খেলাধুলা করতো। গত শুক্রবার সকাল ১০টার দিকে এ দুই শিশু নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে তাদের বাড়ির পেছনের ডোবা থেকে থানা পুলিশ রাত সাড়ে ৩টার দিকে জালে পেচানো দুই শিশুর লাশ উদ্ধার করে। তবে এলাকাবাসী এ দুই শিশুর মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।