Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইজভা-ার মইনীয়া মাদ্রাসার জঙ্গিবিরোধী মানববন্ধন ও র‌্যালি

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাইজভা-ার দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর নির্দেশে মাইজভা-ার রহমানিয়া মইনীয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা গত মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী র‌্যালী ও মানববন্ধন করে। দরবারস্থ মাদ্রাসা প্রাঙ্গণ হতে শিক্ষক শিক্ষার্থীদের ব্যানার-ফেস্টুন সহকারে একটি র‌্যালী দরবারের সড়ক প্রদক্ষিণ শেষে মাইজভা-ার রোডে মানববন্ধন করেন।
জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী, শফিউল আলম মেম্বার, ছাত্রলীগ নেতা সুজন, মাওলানা মুহাম্মদ বাকের আনসারী, মাওলানা আবু শাহাদাৎ, মাওলানা নঈম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান, খলিফা মুহাম্মদ সেলিম, খাদেম মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে জঙ্গি একটি ভয়ংকর ব্যাধি। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সুন্নি মতাদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গি নির্মূলের আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভা-ার মইনীয়া মাদ্রাসার জঙ্গিবিরোধী মানববন্ধন ও র‌্যালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ