বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। গতকাল বুধবার চিলমারী উপজেলার ডাটিয়ারচর এলাকায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার এবং কাপড়-চোপড় বিতরণ করেন। এছাড়া মেডিকেল টিমের সদস্যরা অসুস্থদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ত্রাণ বিতরণকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তেমনি আমাদের সামর্থ অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। তিনি বন্যার্ত শিশুদের সাথে বসে নিজেও দুপুরের খাবার খান। দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, এ এইচ এম আব্দুল হাই, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী, যুবনেতা হাবিবুন্নবী সোহেলসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে গত সোমবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মী নিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পৌঁছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।