Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সেলিম-আসিফ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০১ পিএম

দাবানল সংসদ স্বাধীনতা দিবস দাবা ও ক্যারম খেলা অনুষ্ঠিত হয়। দাবায় চ্যাম্পিয়ন হন সেলিম হোসেন হাওলাদার এবং রানারআপ জুয়েল খান। এছাড়া ক্যারমের এককে মোস্তফা শাহরিয়ার আসিফ এবং দ্বৈতে এরশাদ গাজী ও নজরুল ইসলাম। ২৫ সেপ্টেম্বর দাবানল সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট দাবা সংগঠক ও দাবানল সংসদের সভাপতি গাজী সাইফুল তারেক৷ এ সময় দাবানল সংসদের সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং রাজনীতিবিদ আলহাজ্ব এমএ আকরাম মুকুল, ইঞ্জিনিয়ার আলহাজ্ব শাহ আলম কাজী, আবুল খায়ের মজুমদার, কাজী সাব্বির ফয়সাল কাঞ্চন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন দাবানল সংসদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কাজী শামীম হোসেন ও মনিরুজ্জামান খান বাবুল ৷ ক্ষুদে দাবাড়– তিথি রাহা বিশেষ পুরস্কার জেতেন। টুর্নামেন্টের দাবা ইভেন্টে ২৫ জন দাবাড়– এবং ক্যারামে অংশ নেন ৩০ জন খেলোয়াড়। সেরা সংগঠকের পুরস্কার জেতেন যথাক্রমে মনিরুজ্জামান খান বাবুল, এমএম রাকিব হাসান, মোস্তফা শাহরিয়ার আসিফ ও মোহাইমেন রশিদ নিছার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ