প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গুণী অভিনেতা সমু চৌধুরীর অভিনয় জীবন শুরু হয় প্রয়াত আতিকুল হক চৌধুরী প্রযোজিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। নাটকটি ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয়েছিলো। সেই থেকে পেশাদার অভিনেতা হিসেবে অভিনয়ে জীবনের সাফল্যের তিন দশক পার করেছেন এই অভিনেতা। ‘সমৃদ্ধ অসীম’ নাটকে অভিনয়ের পর সেই সময় সমু চৌধুরী ‘সোনালী রোদ্দুরে’, রাং চিতা, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘কালো জোছনা’ একক নাটক সহ জনপ্রিয় ধারাবাহিক ‘উঠোন’-এ অভিনয়’সহ ‘না’,‘সাতপৌরে কাব্য’,‘জন্মভূমি’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। সিনেমাতে সমু চৌধুরী প্রথম অভিনয় করেন শামসুল আলমের ‘শতজনমের প্রেম’। কিন্তু তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’। পরবর্তীতে তিনি সালমান শাহ’র সঙ্গে ‘মায়ের অধিকার’সহ ‘জুম্মন কসাই’, ‘দেশ দরদী’,‘ প্রেমের নাম বেদনা’,‘ মরণ নিয়ে খেলা’,‘ যাবি কই’,‘ সুন্দরী বধূ’,‘ হৃদয় থেকে পাওয়া’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। মাঝে পাঁচ-ছয় বছর অভিনয় থেকে দূরে থাকলেও এখন নিয়মিত টিভি নাটকে ও সিনেমায় অভিনয় করছেন। বিরতির পর অভ্র মাহমুদের নির্দেশনায় ‘এক চামচ প্রোটিন’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরইমধ্যে সমু চৌধুরীর বঙ্গবন্ধুকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’ সিনেমায় বীরাঙ্গনা অলকা’র বাবার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় করেছেন দীন ইসলামের নির্দেশনায় ‘চরিত্র’ সিনেমায়। এরইমধ্যে একুশে টিভিতে প্রচার শেষ হয়েছে তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘খানবাড়ি বাড়াবাড়ি’ নাটকটি। বিটিভি’তে মাসুদ চৌধুরীর পরিচালনায় ‘প্রায়শ্চিত্ত’ নাটকের কাজ শেষ করেছেন। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলা নিয়ে সমু চৌধুরী বলেন, ‘অভিনয় জীবনের পথচলায় দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি এটা সত্যিই অনেক বড় প্রাপ্তি। হয়তো অন্য কোন পেশায় গেলে এই অকৃত্রিম ভালোবাসা পাওয়ার তেমন কোন সুযোগ থাকতো না। তবে অভিনতো হিসেবে অতৃপ্তি আছে আমার। কিছু কিছু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আরো কিছু ভালো চরিত্রে, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ইচ্ছে রাখি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ শান্তি রঞ্জন সাহা, বন্ধু গোবিন্দ, শ্রদ্ধেয় আতিকুল হক চৌধুরী, কামাল উদ্দিন নীলু, কায়েস চৌধুরী ও শমী কায়সারের প্রতি। তারা প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র সমু চৌধুরীর অভিনয়ে যাত্রা শুরু যশোহরে উদীচী’র মধ্যদিয়ে। পরবর্তীতে ঢাকায় এসে নাগরিক নাট্যসম্প্রদায়’র সাথে নিজেকে যুক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।