Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নাবিলার দিনরাত্রী সিজন-২

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

করোনা সবার জীবনই ওলটপালট করে দিয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিয়ে এসেছে ব্যপক পরিবর্তন। কেউ কেউ পড়েছেন চরম সংকটে, কেউ খুঁজছেন সংকট উত্তরণের উপায়। নতুন এই বাস্তবতায় হতাশ না হয়ে যারা নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছেন, তাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্রামীণফোন নিবেদিত ‘নাবিলার দিনরাত্রী সিজন ২’। এই আয়োজনের সিজন-১ এ ছিল লকডাউনের সময়টি তারকাশিল্পীরা কিভাবে কাজে লাগিয়েছেন। সিজন-২ তে নাবিলা সারাদেশ জুড়ে সন্ধান করেছেন সেইসব অদম্য ব্যক্তিদের, যারা করোনার প্রভাবকে অতিক্রম করে নিজের এবং পরিবারসহ আশেপাশের মানুষের কাজে এসেছেন। নাবিলা তার ফেসবুকের মাধ্যমে আহব্বান জানান, যারা এই দুঃসময়ে ভেঙে না পরে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন, সেই সব মানুষদের। নাবিলা বলেন, ‘আমাদের চারপাশে অনেক প্রেরণার গল্প রয়েছে। এই আয়োজনটি না করলে আমরা তা বুঝতে পারতাম না। অনেক মানুষ আমাকে তাদের নিজেদের গল্প বলেছেন। সেসব গল্প থেকে বাছাই করে দর্শকদের শোনাই তাদের গল্প। এই আয়োজনটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।’ গ্রামীণফোন নিবেদিত নাবিলার দিনরাত্রী সিজন-২ এরই মধ্যে ৫টি পর্ব প্রচার হয়েছে। এই আয়োজনটি দেখা যাচ্ছে, গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইফটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনরাত্রী-সিজন-২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ