Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৫০ পর্বে ধারাবাহিক নাটক চাপাবাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকের আজ ৫৫০তম পর্ব প্রচার হবে রাত ৯.২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর, আফজাল শরিফ, ফারুক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ। পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, একটি নাটকের ৫৫০ পর্ব পেরিয়ে আশা কম কথা নয়। দর্শকপ্রিয়তার কারণেই এটা সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক টিপু আলম মিলনের টওতি, যিনি প্রচারের সুযোগ না দিলে রকানোদিনই এ নাটক দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল করাই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কি ক্ষতি হলো তা ভাবার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা কান্ডকারখানা নিয়েই নাটকের কাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাপাবাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ