প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এস পি বালাসুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকস্তব্ধ-ভারাক্রান্ত সংগীত জগত থেকে শুরু করে রাজনৈতিক মহল। একটি টুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, 'কিংবদন্তি এস পি বালাসুব্রহ্মণ্যমের প্রয়াণে ভারতের সংগীত জগত অন্যতম সেরা সুরেলা কণ্ঠকে হারিয়ে ফেলল। অসংখ্য অনুরাগীদের কাছে পাদুম নিলা বা গায়ক চাঁদ হিসেবে পরিচিত ছিলেন (তিনি) পদ্মভূষণ এবং বহুবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভকাঙ্ক্ষীদের সমবেদনা।'
বিশিষ্ট শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে তিনি বলেন, 'শ্রী এস পি বালাসুব্রহ্মণ্যমের দুর্ভাগ্যজনক প্রয়াণে আমাদের সাংস্কৃতিক বিশ্ব অনেকটা ফাঁকা হয়ে গেল। সারা ভারতের বাড়িতে বাড়িতে তাঁর জনপ্রিয়তা। দশকের পর দশক ধরে তাঁর সুরেলা কণ্ঠ মানুষকে মোহিত করে রেখেছিল। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবার এবং শুভকাঙ্ক্ষীদের সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!'
এসপিবির প্রয়াণে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি বলেন, 'সংগীতের সত্যিকারের কিংবদন্তি এস পি বালাসুব্রহ্মণ্যমের প্রয়াণে গভীরভাবে শোকাহত। প্রজন্মের পর প্রজন্মের মনে গেঁথে থাকবে তাঁর সেই সুরেলা কণ্ঠ। তাঁর পরিবার, অসংখ্য শুভকাঙ্ক্ষী এবং সংগীত জগতের সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।'
ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রের পতনে ভারাক্রান্ত আরও এক বিশিষ্ট শিল্পী এ আর রহমান। সংক্ষিপ্ত টুইটবার্তায় তিনি বলেন, 'চিরশান্তিতে ঘুমান এসপিবি। বিধ্বস্ত।' পরে এস পি বালাসুব্রহ্মণ্যমকে টুইটারে ৩২ সেকেন্ডের একটি গানের অডিয়ো পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অস্কারজয়ী শিল্পী। সঙ্গে লিখেছেন, ‘জয়, ভালোবাসা, অধ্যবসায় এবং আনন্দের কণ্ঠ।’
গত ৫ অগস্ট থেকে হাসপাতালে ভরতি থাকলেও সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবরে আশ্বস্ত হযেছিলেন শ্রেয়া ঘোষাল। শিল্পীর প্রয়াণে বিধ্বস্ত তিনি। টুইটারে বলেন, ‘চিরশান্তিতে ঘুমান এসপিবি গাড়ু। সর্বশ্রেষ্ঠ এবং কিংবদন্তি এস পি বালাসুব্রহ্মণ্যমের প্রয়াণের খবরে অত্যন্ত শোকাহত। আমরা কত আশা করেছিলাম যে উনি সেরে উঠছেন।’
দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন এস পি বালাসুব্রহ্মণ্যম। শুক্রবার থেমে যায় সেই লড়াই। প্রয়াত হন বিশিষ্ট সংগীতশিল্পী। বয়স হয়েছিল ৭৪। শুক্রবার দুপুরে হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আজ (শুক্রবার) সকালে সংগীতশিল্পীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস পি বালাসুব্রহ্মণ্যমের পুত্র এসপি চরণ বলেন, ‘এসপিবি সবার। উনি নিজের গানের মধ্যে দিয়ে অমর থাকবেন। আমার বাবা দুপুর ১ টা ৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।