বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ এলাকা থেকে গতকাল বুধবার সকালে মো. আব্দুল হাদি নামে এক ওয়ার্কসপের মালিকের লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, তার স্বামীর রাজধানীর ধূপখোলা মাঠের পাশে ওয়ার্কশপ রয়েছে। তারা কামরাঙ্গীচরের মাদবরবাজার ইসলামনগর এলাকায় ভাড়া থাকেন। সে দোকান বন্ধ করে ওয়াইজঘাট থেকে ট্রলারযোগে কামরাঙ্গীরচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটি বুড়িগঙ্গা ২য় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। দু’জন যাত্রী সাঁতরিয়ে উঠলেও আমার স্বামী উঠতে পারেনি। তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল মীরেরবাগ এলাকায় তার স্বামীর লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে আমার স্বামীর লাশ শনাক্ত করি। উপ-পরিদর্শক শেখ মো. আরব আলী বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।