বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের দিনেই বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আকস্মিক হামলার ঘটনায় অন্তত ৩০জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। তারা শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন।
চাঁদপুর জেলা বিএনপি'র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক জানান, গতকাল শুক্রবার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি নেতাকর্মীদের নিয়ে শহরের চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের জেলা নির্বাচন কার্যালয়ে যান। প্রতীক নিয়ে ফেরার পথে বেলা ১১টায় ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। প্রথমেই ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় বিএনপির ৩০/৩৫জন নেতাকর্মী জখম হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।