Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা আহম্মদ শফির মৃত্যুতে দেশের ৫ টি প্রতিষ্ঠানের পদ শূন্য ঃ কে হবেন এই পদের অধিকারী

হাটহাজারী থেকে আসলাম পারভেজ | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৮ এএম

বিশ্ব মুসলিম তৌহিদী জনতার প্রাণস্পন্দন আল্লামা শাহ আহম্মদ শফির ইন্তেকালে দেশের সর্বউচ্চ ৫টি প্রতিষ্ঠানের পদ বর্তমানে শূন্য। কে হবেন এই পদের অধিকারী তা নিয়ে বিভিন্ন জনের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও পর্যালোচনা কে হবেন বা কে নিবেন এই পাঁচটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। তবে পদগুলো নিতে কেউ সাহস পাছেচনা। এরপরও শুরা মজলিশের বৈঠকে যার উপর ন্যস্ত করে তিনিই হবেন। ৫টি গুরুত্বপূর্ণ পদের অধিকারী। গুরুত্বপূর্ণ পদগুলো হচ্ছে, বাংলাদেশ নুরানী মাদ্রাসার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,, বেফাকুল মাদারিসিল কওমিয়া আল আলমিয়া বোর্ড বাংলাদেশ, আল হায়াতুলিল উলিয়া বাংলাদেশ,,, কতমে নবুয়াত বাংলাদেশ,, ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই ৫টি সংগঠনের আমিরের পদ এখন খালি রয়েছেন বলে জানাযায়, তবে সব গুলো পদ আগামী কয়েক দিনের মধ্যে শুরার বৈটক ডেকে তা টিক করা হবে বলে এই প্রতিবেদককে জানান মাদ্রসার এক শিক্কক।। এবার সবচেয়ে একটি গুরুত্বপুর্ন বিষয় হলো এই ৫ টি গুরুত্বপুর্ন বিষয়ের নেতৃত্ব কি ঢাকা কেন্দ্রীক হবে না কি তাও হাটহাজারী তথা চট্রগ্রাম কেন্দ্রীক হবে তা নিয়েও চলছে নানান হিসাব নিকাশ। তবে একটি বিষয়ে পরিস্কার হয়ে উঠে যে আল্লামা আহম্মদ শফি যেহেতু হেফাজতের আমির হিসাবে এ সব পদের অধিকারী ছিলেন সেহেতু বর্তমান আমির যিনি হবেন তিনিও এই ৫ টি পদের অধীকারী হবেন বলে ধারনা করছেন কওমী অংঙনে তৌহিদী জনতা। পাশাপাশি আবার নতুন আমির যে হবেন তিনি কি হেফাজতের সব কর্মসুচী পালনে সফল হতে পারবে কিনা। এই ছাড়া হেফাজতে ইসলামের ১৩ দপা আন্দোলনের মধ্যে সরকার কতৃর্ক এক দপা দাবী মানা হলেও বাকী ১২ দপা দাবীতে কতটুকু এগিয়ে নিতে পারবে এই অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের বাংলাদেশকে। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্তরে নাস্তিক ব্লগারদের বিরুদ্বে হেফাজতের আমির আল্লামা শফির এক ডাকে সারা দেশের আনাছে, কানাছে, গ্রাম গন্জে থেকে যে ভাবে শাপল চত্তরে জোড়ো হয়েছে সে ভাবে পুনরায় কোন সময় আন্দোলনে জমায়েত করতে পারবে কিনা তা নিয়েও অনেকের মনে দুরবিসনদ্বি দেখা দিয়েছে।

এই ছাড়া হেফাজতের প্রচার সম্পাদাক মরহুম আল্লামা শাহ আহম্মদ শফির ছেলে মাওলানা আনাচ মাদানিও এই পদে থাকবে কি না তা নিয়ে শুরু হয় নানান সমালোচনা। বর্তমান যদি আনাচ মাদানির এই পদ না থাকে তাহলে পিতাপুত্রের দুই পদের জন্য যোগ্য লোক প্রয়োজন হেফাজতে ইসলামের বাংলাদেশের।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ