Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্র হত্যা মামলা আসামির আদালতে আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

কুমিল্লার চাঞ্চল্যকর স্কুলছাত্র দিদারুল আলম ইমতিয়াজ হত্যা মামলার আসামি পাভেল আদালতে আত্মসমর্পন করেছে। ঘটনার প্রায় পৌনে সাত বছর পর গত বুধবার কুমিল্লার আদালতে আত্মসমর্পন করেন পাভেল। আদালতের বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাভেল নুরপুর মুন্সিবাড়ির ফারুক আহমেদের ছেলে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সে স্বইচ্ছায় আদালতে আত্মসমর্পন করেন।
জানা যায়, ২০০৬ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে ইমতিয়াজ তার নিখোঁজ হওয়া ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। নুরপুর এলাকায় তাকে দুবৃর্ত্তরা পিটিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে ঢাকায় মেট্রোপলিটন হাসপাতালে নেয়ার পথে মধ্যরাতে তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম ইমতিয়াজ নগরীর হাউজিং নুরপুর এলাকার কাজী বাড়ির জহিরুল আলমের ছেলে। সে ২০০৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় কমিল্লার কোতয়ালী থানায় হত্যা মামলা হয়। পাভেল ওই মামলার ৫ নম্বর আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্র-হত্যা-মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ