বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তীব্র স্রোত ও নাব্য সঙ্কটের কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে নদীপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া যান্ত্রিক ত্রæটির কারণে ৩টি বিকল থাকায় বর্তমানে এ রুটে চলছে ছোট-বড় ১৫টি ফেরি। দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের শতাধিক ও ঘাট থেকে ১৩ কি.মি. দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে।
জানা যায়, নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় নাব্য খাতে চলছে ড্রেজিং কার্যক্রম ও মেরামত জনিত কারণে বন্ধ রয়েছে ৩টি ফেরি। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নদী পারাপারে ফেরিগুলোর সময় লাগছে আগের তুলনায় অনেক বেশি এবং কমে গেছে ফেরির ট্রিপের সংখ্যা। যার কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, গতকাল গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী ফরিদপুর হাইওয়ে সড়কে পণ্যবাহী দুই শ’ ট্রাক আটকে আছে। যার কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে। রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল বলেন, গোয়ালন্দ মোড়ে হাইওয়ে সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। তবে তার সংখ্যা কেমন হবে তা আমার জানা নেই। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, স্রোত ও নাব্য সঙ্কটে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু ট্রাক আটকে আছে। তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।