Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা গেলেও ওয়ার্ক ফ্রম হোম থাকবে : বিল গেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

করোনাভাইরাস মহামারির কারণে বড় বিপর্যয় নেমে এসেছে বিশ্ব অর্থনীতিতে। তবে সেটি পুরোপুরি থমকে যাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে বলা যায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার পদ্ধতি। মহামারির কারণে শুরু হলেও এ কর্মসংস্কৃতি এখনই যাচ্ছে না। অর্থাৎ করোনা চলেও গেলেও ওয়ার্ক ফ্রম হোম আরও দীর্ঘদিন থেকে যাবে বলে মনে করছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী বিল গেটস। স¤প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস আয়োজিত একটি অনলাইন বিজনেস সামিটে অংশ নিয়েছিলেন বিল গেটস। সেখানে তিনি বলেন, মানুষ যেভাবে ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির সঙ্গে মানিয়ে কাজের গতি ধরে রেখেছে তা অসাধারণ। আশা করছি, মহামারি পরিস্থিতি কেটে গেলেও এই কর্মসংস্কৃতি বজায় থাকবে। মাইক্রোসফটের সাবেক প্রধান বলেন, করোনা মহামারি চলে গেলে আরও একবার ভাবা দরকার অফিসে কতক্ষণ কাটানো উচিত- ২০, ৩০ নাকি ৫০ ভাগ সময়। অনেক প্রতিষ্ঠানই চাইবে কর্মীরা ৫০ শতাংশের কম সময় অফিসে কাটান। আবার অনেকেই পুরোনো অভ্যাসে ফিরে যেতে চাইবে। বিল গেটসের মতে, ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিকে আরও কার্যকর করে তুলতে সফটওয়্যারগুলো উন্নত করতে হবে। বাড়িতে কাজের ক্ষেত্রে আরও কিছু সমস্যা হবে। বাসায় বাচ্চারা থাকলে তাদের সময় দিতে হয়, সংসারের কিছু কাজও সামলাতে হয়। অফিসের কাজে এসবের প্রভাব পড়বে। বিশেষ করে, নারী কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বেশ কষ্টকর। ইন্ডিয়া টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ