মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবা থেকে মদ ও সিগারেট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা জানান। নতুন সিদ্ধান্তের আওতায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি থেকে যুক্তরাষ্ট্রে সিগারেট ও মদ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের কিউবা সরকারের মালিকানাধীন কোনও স্থাপনায় অবস্থান না করতে বলা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের প্রতি আহŸান জানাবো যে, কিউবা থেকে যেন তারা সিগারেট ও মদ আমদানি না করেন।’ তিনি বলেন, ‘কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি যে, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনও সরকারি স্থাপনায় অবস্থান না করে।’ ট্রাম্পের দাবি, তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।